কুষ্টিয়ায় একই ব্যক্তিকে দুইবার টিকা প্রদান

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ টিকাকেন্দ্রে একই ব্যক্তিকে ১০ মিনিটের ব্যবধানে দুইবার টিকা দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের মো. বাশারুজ্জামান (৩৮) বৃহস্পতিবার দুপুরে টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এর কিছুক্ষণ পরেই তাকে পুনরায় ডেকে আবার টিকা দেওয়া হয়।

এ ব্যাপারে টিকাগ্রহণকারী বাশারুজ্জামান বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকা কেন্দ্রে আসছি। নার্স আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার আমাকে ডেকে নার্স আরেকবার টিকা দিয়েছে। পরে নার্সকে বলেছি টিকা কি দুটো করে নিতে হয়। তখন নার্স বলেন দুইটা হবে কেন? একটা ডোজ এখন আবার পরবর্তীতে আরেকটি।

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এর জন্য টিকা গ্রহণ করা ব্যক্তিই দায়ী। তিনি কেন বলেন নাই যে তাকে টিকা দেওয়া হয়েছে। তবে দুইবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না বলে তিনি মন্তব্য করেন।