কুষ্টিয়ায় চিকিৎসকসহ ৪ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দৌলতপুর উপজেলার ৩ জন রয়েছেন।

এবারই কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের পর প্রথমবারের মতো চারজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ এএইচ আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, রোববার (২৬ এপ্রিল) বিকাল পর্যন্ত মোট ৬০টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট ৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এরআগে এক চিকিৎসকসহ মোট ৪ জন করোনায় সংক্রমিত হয়। এতে করে কুষ্টিয়ায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এরমধ্যে গত এক সপ্তাহে ঢাকা থেকে করোনা পজেটিভ নিয়ে ৩ জন কুষ্টিয়ায় আসেন। তাদের দুইজনকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।

একজনকে শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়।