কুষ্টিয়ায় দুই ডাল ব্যবসায়ীকে জরিমানা

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির সময়ে কুষ্টিয়া শহরে মসুর ডাল মজুত করায় দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, শহরের মধ্যে সবচেয়ে বড় ডাল ব্যবসায়ী হলেন বৈদ্যনাথ সাহা ও তার ভাই স্বপন সাহা। খুচরা বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি করার লক্ষে তারা ডাল মজুদ করছিলেন।

তাদের গুদামে গিয়ে দেখা যায়, বৈদ্যনাথ সাহার গুদামে ৬০০ মণ ও স্বপন সাহার গুদামে এক হাজার ৫০০ মণ মসুর ডাল মজুদ রয়েছে। অথচ এই ডাল বিভিন্ন মিলে ভাঙিয়ে দোকানে সরবরাহ করার কথা ছিল। বাজারে ডালের সংকট সৃষ্টি করার অপরাধে বৈদ্যনাথ সাহাকে ৫০ হাজার টাকা ও স্বপন সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার জানান, শহরে মসুর ডালের সবচেয়ে বড় ব্যবসায়ী হলেন বৈদ্যনাথ সাহা ও স্বপন সাহা। তাঁরা দুজন আপন ভাই। গত কয়েক দিন ধরে তাঁরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে মসুর ডাল মজুত করতে থাকেন। তাঁরা মিলে ও খুচরা দোকানে ডাল সরবরাহ থেকে বিরত থাকেন। এতে বাজারে হু হু করে মসুর ডালের দাম বেড়ে যায়।

গোপনে খবর পেয়ে বেলা এগারোটার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।