কুষ্টিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

করোনাভাইরাসের আতঙ্ককে কাজে লাগিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যের দাম বৃদ্ধি রোধ করতে কুষ্টিয়ায় বাজার মনিটরিং শুরু হয়েছে।

দৌলতপুরে বেশী দামে চাউল বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা ও শহরের পৌর বাজারে পেঁয়াজের দাম বেশি বিক্রির করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন বাজারে মনিটরিং করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মনিটরিং কালে বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলাসহ কাঁচাবাজার ঘুরে দেখেন ও দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। সেই সাথে জনসাধারণ কে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য না কেনার জন্য পরামর্শ দেন।

শহরের মিউনিসিপ্যালিটি বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি হিসেবে। সেই পেঁয়াজ আবার বিকেলের পরে বিক্রি হচ্ছিলো ৫০ টাকা কেজি হিসেবে।

এমন খবরের ভিত্তিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় সত্যতা মেলায় এবং দোষ স্বীকার করায় তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে করোনা ভাইরাস আতঙ্কে বৃহস্পতিবার লোকজন নিত্যপ্রয়োজনী দ্রব্যের দোকানে ভিড় জমায়। অনেকেই অতিরিক্ত চাল, ডাল, পেয়াজ, আলু ক্রয় শুরু করেন।একারণে হঠাৎ করে খুচরা বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা হলেও বেড়ে যায়। কিন্তু জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপে বাজার মনিটরিং নিয়মিত তদারকী করছে।

অভিযান শেষে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের আমরা অনুরোধ করেছি। সেই সাথে জনসাধারণকে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য না কেনার জন্য পরামর্শ দিয়েছি। কারন বাজারে কোন দ্রব্যের সংকট নেই।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার থেকে শহরের বড় বাজার, পৌরবাজার চৌড়হাস মোড়, লাহিনী বটতলাসহ বিভিন্ন বাজার গুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে।

বাজার মনিটরিং অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো: রবিউল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম সহ র‌্যাব, পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়ন অংশ নেয়।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর বাজারে খাঁন ট্রেডার্স এর মালিক চাউল ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ও বেশী দামে চাউল বিক্রি করায় ৫০হাজার টাকা ও আল্লারদর্গা বাজারে চাউল ব্যবসায়ী হযরত আলি বেশী দামে চাউল বিক্রি ও প্লাষ্টিকের বস্তায় চাউল বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) আজগর আলী।