কুষ্টিয়ায় নতুন শনাক্ত ২৪জন, মোট ৬২২

কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ২৪জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৬২২ জন কোভিড রোগী সনাক্ত হল। এ পর্যন্ত জেলায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এএইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার কুষ্টিয়া জেলার ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জনকে কোভিড-১৯ করোনা পজিটিভ বলে সনাক্ত করা হয়।

নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৬ জন, ভেড়ামারা উপজেলায় ৬জন, মিরপুর উপজেলায় ১ জন ও কুমারখালী উপজেলায় ১ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবরিসক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৩২ জন, বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে চিকিৎসাধীন ৩৪৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন।

এছাড়াও জেলায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।