কুষ্টিয়ায় নারী বাতায়ন’র উদ্যোগে হাসপাতালে হুইল চেয়ার প্রদান

কুষ্টিয়ায় নারীদের নিয়ে কাজ করা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নারী বাতায়ন এর পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ডা: নাসিমুল বারী বাপ্পী, পিসিসিইইউ’র ভারপ্রাপ্ত ইনচার্জ লয়নী নিহার, নারী বাতায়ন ও মৌবনের কর্মকর্তা মীর তনিমা ও অনিক মাহমুদসহ সংশ্লিষ্টরা।
এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ডা: নাসিমুল বারী বাপ্পী সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য মৌবন কর্তৃপক্ষ এবং নারী বাতায়ন সংস্থাকে ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি ও মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী বলেন, ভালো কাজের সঙ্গে সবসময় আমরা ছিলাম আমরা থাকবো। তিনি বলেন, নারী বাতায়ন সংস্থাটি মৌবনের উদ্যোগ। আমরা ব্যবসায়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে শামিল হই।
হাসপাতালে একে আমি অনুভব করলাম হাসপাতালে আগত রোগীদের জন্য ট্রলির ব্যবহার রয়েছে কিন্তু প্রতিবন্ধী রোগী আসলে তার জন্য করণীয় তেমন কোন হুইলচেয়ার নেই। তাই হাসপাতালে এই এই হুইলচেয়ার বিতরণ করলাম।