কুষ্টিয়ায় পিসিআর ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় পিসিআর ল্যাবে ২৯ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১১৬ টি স্যাম্পল পরীক্ষা করা হয়। এতে ২৯ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১১৬ টি স্যাম্পল পরীক্ষা করা হয়।
এর মধ্যে কুষ্টিয়া ১০, চুয়াডাঙ্গা ১০, ঝিনাইদহ ৯, মেহেরপুর ২৭, নড়াইল ৬০ জন।

এরমধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৫ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন, নড়াইল জেলার ১৫ জন ও মেহেরপুর জেলায় ৪ জন করে মোট ২৯ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, গতকাল কুষ্টিয়ায় ১০ জনের পরীক্ষা করা হয়েছে এতে করে ১০ জনই নেগেটিভ। তাই নতুন করে কুষ্টিয়া জেলায় কোন পজিটিভ শনাক্ত হয়নি।

এদিকে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১৪২ জন কোভিড রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ রোগী ৮৩৪ জন, নারী ৩০৮ জন। সুস্থ হয়েছেন মোট ৬৩৯ জন। এবং বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৪৪০ জন। এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪১ জন।
এ পর্যন্ত ২৩ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।