কুষ্টিয়ায় বিশ্ব মা দিবসে নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা

“বিশ্ব মা দিবস” উপলক্ষে কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে কুষ্টিয়ায় নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইন্স’র সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী ও কুষ্টিয়ার পুলিশ সুপারের সহধর্মিণী দিলরুবা আলম।

এসময় নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সংবর্ধনা প্রদানকালে তিনি বলেন, আপনাদের (নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা) সম্মান রাষ্ট্রের সবচাইতে সম্মান জনক ব্যক্তি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন। আপনাদের অবহেলা করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আপনারা আমার মা। আমি মা জননী হিসাবেই আপনাদের সম্মান করব।

অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সম্মাননা স্মারক ক্রেষ্ট, ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে পিবিআই কুষ্টিয়ার পুলিশ সুপার (সহধর্মিণী) মিসেস নার্গিস সরোয়ারসহ পুনাকের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।