কুষ্টিয়ায় বেগম রোকেয়া দিবস ও নারী জয়িতা সম্মাননা

কুষ্টিয়ায় বেগম রোকেয়া দিবস ও নারী জয়িতা সম্মাননা

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জয়িতাদের হাতে ক্রেস্ট, ফুল ও সনদপত্র তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে ঝর্ণা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে শামীমা আক্তার,

সফল জননী নারী চন্দনা রানী কুন্ডু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরীতে রীনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরীতে সাবিনা শারমিন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, জিপি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সনাকের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রফিকুল বলম টুকু, জেলা মহিলা সংস্থার সভাপতি জেবুন নেসা সবুজ প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন।