কুষ্টিয়ায় মে দিবস পালন

কুষ্টিয়ায় ১৩৫ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তর্বক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সায়েদুল ইসলাম। জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখা।

এসময় কুষ্টিয়া জেলা জাতীয় লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান, জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা বিউটি, জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান মিন্টু কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুষ্টিয়া শহর শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রিপন, কুষ্টিয়া জেলা মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন৷

এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে কুষ্টিয়া জেলা সেনেটারী মোজাইক ও রংমিস্ত্রী সংযুক্ত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

সকালে শহরের পুরাতন কাটাইখানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনটি।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কাটাইখানা মোড় ৩ নং সমবায় মার্কেটের নিজ কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা, মে দিবস উপলক্ষ্যে ও মেহনতি শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে আলোচনা করেন। এ সময় জেলা সেনেটারী মোজাইক ও রংমিস্ত্রী সংযুক্ত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: সেকেন ও সাধারন সম্পাদক মো: জাকির, সিনিয়র সম্পাদক নুরু মিয়া, সহ-সভাপতি ফকির আলাউদ্দিন শাহ, মো: এজাজসহ ইউনিয়নের কার্যপরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরা শ্রমিক ফেডারেশন, পৌরসভা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি পালনে পৃথক পৃথক র‌্যালি, আলোচনা সভা ও সমাবেশ করেছে।