কুষ্টিয়ায় সুন্নতে খৎনার আয়োজন করায় লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় সরকারী নির্দেশনা অমান্য করে সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করে জনসমাগমের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

তিনি জানান, উপজেলা সড়কে চাল ব্যবসায়ী মকবুল হোসেন তার নাতির সুন্নতে খৎনার আয়োজনে লোক সমাগম করে। এসময় অভিযান চালিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কুমারখালীতে সরকারী নির্দেশনা অমান্য করে চারটি গ্রামে সুন্নতে খৎনা ও বিয়ের অনুষ্ঠানে জনসমাগম করার দায়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত৷

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।