কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী’র করোনা পজেটিভ

কুষ্টিয়ায় স্বামী স্ত্রী দুজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। গতকাল রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, গতকাল সারা দিনে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার ৪১টি ও মেহেরপুরের ৮টি। মেহেরপুরের সব কয়টি ‘নেগেটিভ’ এসেছে। কুষ্টিয়ার দুজনের ‘পজেটিভ’ পাওয়া গেছে। ওই দুজন স্বামী-স্ত্রী। তাঁদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আক্রান্ত পুরুষ ব্যক্তি ঢাকায় ল্যাবরেটরিতে টেকনিশিয়ানের চাকরি করেন। গত শনিবার তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সিএনজি করে পাটুরিয়া পৌঁছে ফেরি পার হয়ে দৌলতদিয়া থেকে আরেকটি সিএনজিতে করে তিনি দৌলতপুরের গ্রামের বাড়িতে যান।

গতকাল রোববার সকালে দুজনই করোনা পরীক্ষা করাতে দেন। রাতে জানা যায় তারা দুজনই করোনা ‘পজেটিভ’। তাঁদের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।

দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী জানান, ওই দুজনের করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই তাঁদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।