কেরুজ আমবাগান পুড়িয়ে দিলেন হিসাব শাখার জাবেদ পাটোয়ারী

দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনের পূর্বপাশের ১ বিঘা জমির আমবাগান পুড়িয়ে দিলেন হিসাব শাখার জাবেদ পাটোয়ারী। সেই সাথে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে রক্ষাপেল মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ষ্টেশনটি।

জানাগেছ, কেরুজ চিনিকলের আঙ্গিনাজুড়ে বিরাজমান বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বাগান। চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালকের বাসভবনের পূর্বপাশে রয়েছে একটি আমবাগান।

গত শনিবার দুপুরের দিকে চিনিকলের জেনারেল অফিসের হিসাব বিভাগে চাকুরীরত জাবেদ পাটোয়ারী তার বসবাসের কোয়াটার ভবনের ফেলা আর্বজনাতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন গিয়ে লাগে চিনিকলের রোপনকৃত আমবাগানে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস স্টশনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষণে চিনিকলের প্রায় ১ বিঘা জমির আমগাছ আগুনের আচ লেগে সম্পূর্ণরুপে পুড়ে গেছে। সেই সাথে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে পাশে থাকা মেহরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ষ্টেশনটি।

এব্যাপারে জাবেদ পাটোয়ারীর কাছে জানতে চাইল তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমার কাছে ফোন দিয়েছেন কেন?