কোটচাঁদপুরে কিন্ডারগার্ডেন শিক্ষকদের মাঝে এমপি চঞ্চলের অর্থ প্রদান

দেশের করোনা প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবতার জীবন-যাপন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মানুষ গড়ার এইসব কারিগরদের দুঃখ-কষ্টের কথা ভেবে তাদের পাশে এসে দাড়ালেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

গতকাল বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর রেইনবো ইন্সটিটিউট অ্যান এলিমেন্ট্রি স্কুলে ১’শ ২৯জন শিক্ষদের মাঝে তিনি নগদ অর্থ প্রদান করেন।

রেইনবো ইন্সটিটিউট অ্যান এলিমেন্ট্রি স্কুলের সভাপতি নাজনীন হাফিজার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল মোঃ শাহজান আলীর পরিচালনায় অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সামাউল হক লাড্ডু, পৌর আ.লীগের যুগ্ন-আহ্বায়ক শহিদুজ্জামান সেলিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, আ.লীগ নেত্রী রুবিনা রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলার ১৯টি কিন্ডারগার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের ১’শ ১৪ জন ও মহেশপুর উপজেলার ১টি কিন্ডারগার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষদের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়।