কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৫ জন নিহত, আহত ৩
ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্যাভারভ্যন, মটর চালিত পাখি ভ্যান ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদেরকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর পৌর এলাকার কাশিপুর পৌর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী কালিগঞ্জের আহত অন্তর হোসেন বলেন, আজ সকাল ১১ টার সময় আমরা ক্যাবারভ্যান নিয়ে সার্জিকাল মালামাল সাপ্লাই দিতে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর শহরে ঢুকছিলাম ।
পথিমধ্যে স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে,সামনের দিক থেকে মাইক্রো গাড়ি ও ইঞ্জিন চালিত ভ্যান আসছিল।
এ সময় নিয়ন্ত্রন হারিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দুই শিশু সহ তিনজন ঘটনা স্থলে মারা য়ান। যার মধ্যে রয়েছে উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ছেলে রাফান বয়স (১৫) মাস, রুবেলের ভাগ্নি খুকুমনি(৭), কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটির গ্রামের মৃত মফেজউদ্দিন এর ছেলে ভ্যান চালক সলেমান (৬৫), একই উপজেলার তিলে চাঁদপুর গ্রামের মাজেদ শেখের ছেলে টিটু শেখ (৪০)যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন অ্যাম্বুলেন্স ড্রাইভার সানি।
এদিকে আহত শিউলি খাতুন (৫০) যশোর মেডিকেল হাসপাডলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত হয়েছেন রাফান এর মা রিমা খাতুন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বৈশামারি গ্রামের নুরআলির ছেলে পেয়ারা ব্যাবসায়ী আলামিন (৬৫), কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার টিপু সুলতান ছেলে অন্তর কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি আছে।
দুর্ঘটনায় কবলিত ক্যাভারভ্যান, পাখি ভ্যান উদ্ধার করে মডেল থানায় নিয়েছেন পুলিশ। পালিয়ে গেছে মাইক্রোবাস।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, সড়ক দুর্ঘটনায় তিন জন কে মৃত অবস্থায় পেয়েছি। আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে ৪ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।