
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সমনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
আজ বুধবার সকলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, সিনিয়র মৎস অফিসার দ্বীন ইসলাম, খামারী জান্নাতুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী প্রাণিসম্পাদ কর্মকর্তা হারুন আর রশিদ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৩০টি স্টল বসে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত স্টলগুলোর প্রদর্শনী চলবে। স্টলগুলোতে দুধের তৈরি খাবার, দেশীয় জাতের হাঁস, মুরগী,গরু, ছাগল,মহিষ,বিড়াল,ভেটেরিনারি ওষাধ শোভা পায়। ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।


