কোটচাঁদপুর পৌর নির্বাচনে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে আ. লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সহিদুজ্জামান সেলিম ৮ হাজার ৩’শ ৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দীন বুলবুল সিডল ৭ হাজার ১’শ ২৮ ভোট পেয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার রোকনুজ্জামান এই ফল ঘোষণা করেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন (১ নং ওয়ার্ডে) মাহবুব খান হানিফ, (২ নং ওয়ার্ডে) আব্দুল মাজেদ, (৩নং ওয়ার্ডে) মোঃ জাহিদ হোসেন, (৪নং ওয়ার্ডে) সুব্রত চক্রবর্তী (৫নং ওয়ার্ডে) শেখ সোহেল আরমান, (৬ নং ওয়ার্ডে) মোঃ শরিফুল ইসলাম, (৭ নং ওয়ার্ডে) খায়রুল ইসলাম, (৮নং ওয়ার্ডে) সোহেল আল-মামুন এবং (৯ নং ওয়ার্ডে) মোঃ রকিব উদ্দীন।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে রত্না পারভিন বেলী (১,২,৩), গাজী তানজিমা পিউলি (৪,৫,৬) ও মোছাঃ শারমিন আক্তার সাথী (৭,৮,৯) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ৮ টা হতে বিকাল ৪ পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ১৮টি বুথে উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। কনকনে শীতের সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।