ক্লান্ত গৃহস্ত মহিষের পিঠে চড়েই বাড়ি ফিরছেন

মেঠো পথ ধরে মহিষের পিঠে বসেই নির্ভাবনায় গৃহস্ত মাঠ থেকে বাড়ি ফেরা গ্রাম বাংলার এক চিরচেনা রুপ।

মাঠ থেকে সারাদিন মহিষ চরানোর পর কৃষক যখন ভূখা ও ক্লান্ত হয়ে পড়েন।সারাদিন মাঠের তৃণ লতা ভক্ষণ করে মহিষগুলো তখন সতেজ হয়ে ওঠে।

মহিষ যেনো নিজের পিঠে করে ভূখা ও ক্লান্ত গৃহস্ত বাড়ি ফিরিয়ে আনার দায়ীত্ব বহন করে।এমনি এক চিরচেনা রুপ দেখা গেলো মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর গ্রামের মধ্যে। মহিষ চরানোর পর ক্লান্ত গৃহস্ত আফিল উদ্দীন এভাবেই মহিষের পিঠে চড়ে বাড়ি ফিরছিলেন।

ছবি ও ক্যাপশন জুলফিকার আলী কানন