ক্লান্ত মানুষকে সুশীতল ছায়া দেয় পাকুড় গাছটি

কাঠফাটা রোদে ক্লান্ত মানুষকে সুশীতল ছায়া দেয় মেহেরপুর শহরের মল্লিকপাড়ার দবিরের মোড়ের বিশাল আকৃতির পাকুড় গাছটি। মল্লিকপাড়ার দবিরের মোড় এক সময় ফাঁকা জায়গা যা মাঠের মতো ছিল। দবির উদ্দীনের চায়ের দোকানটিই ছিল এই মোড়ের একমাত্র চা দোকানী। তার চায়ের দোকানে চা পান করতে এসে গরমে বসতে পারতেননা খদ্দেররা। দোকানের ছাউনি খদ্দেরকে ছাঁয়া দিতে পারতোনা। তাই সে ক্ষীণকায় একটি পাকুড় গাছ লাগিয়েছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে। এখানে যে গাছটি জন্মে, ডালপালায় আভাস দেয় সেটিই সেদিনের সেই পাকুড় গাছটি। দবির উদ্দীন মারা গেছেন, কিন্তু তার লাগানো সেই পাকড় গাছটির ছাঁয়ানীবিড় সুশীতল বাতাস ব্যস্ততম শহরের মানুষকে প্রশান্তি যোগাচ্ছে।

ছবি ও ক্যাপশন ইয়াদুল মোমিন