গাংনীতে করোনায় আক্রান্ত হয়ে শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু

করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে জীবন যুদ্ধে হার মনলেন গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের শিক্ষানবীশ আইনজীবী আবুল কালাম আজাদ । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি।

আজ শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)।

মত্যু কালে এ শিক্ষানবীশ আইনজীবীর বয়স হয়েছিল ৩৮ বছর। আবুল কালাম আজাদ সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। মরদেহ নিজ বাড়িতে আনার পর বিশেষ ব্যবস্থায় আজ সন্ধ্যায় দাফন হবে বলে পারিবারিক ভাবে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে কুষ্টিয়া বসবাস করতেন। ইবি সান্ধ্যকালিন এল.এল.এম ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে তিনি করোনাভাইরাস শনাক্ত হন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় কোভিড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েকদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে জীবনযুদ্ধে হারমানতে হয় তাকে ।