গাংনীতে ডাকাতি মামলার ২ জনসহ গ্রেফতার-৩

গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামে শিশুর গলায় রামদা ধরে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

এরা হলেন, গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের শুভাসের ছেলে রান্টু (৪০) ও বিমল গোমেজের ছেলে রনি গোমেজ(৩৫)।

গাংনী থানা পুলিশের একটি টিম মঙ্গলবার দিবাগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে এই দুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার (২১ নভেম্বর) দিনগত রাত ৭টার দিকে বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার শরিফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

৪-৫ জন ডাকাতরা মা ও জিম্মি করে ছেলেকে চিৎ করে শুইয়ে গলায় রামদা ধরে। ছেলের গলা কেটে দেওয়ার হুমকি দিয়ে স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

এই ডাকাতির ঘটনায় শরীফুল ইসলাম বাদী হয়ে ৩৯৫ ধারায় অভিযোগ এনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা ২৪, তারিখ ২২/১১/২০২২ইং।

এছাড়া চৌগাছা গ্রামের রোজিফার বাড়িতে চুরির ঘটনায় বাবুল আক্তার ওরফে কেরু (৩০) গ্রেফতার করা হয়েছে। কেরু গাংনী মহিলা কলেজপাড়া এলাকার মৃতু ইমাদুল ইসলামের ছেলে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হরা হয়েছে।