গাংনীতে ধারালো অস্ত্রের আঘাতে ২টি আঙ্গুল হারালেন কৃষক

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাতের দুটি আঙ্গুল হারালেন কৃষক হাবিবুর রহমান (৫৫)।
হাবিবুর রহমান গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের বাজারপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাবিবুর জানান ক্রয়কৃত জমির দখল নিয়ে প্রতিপক্ষ সাদ্দাম হোসেন ও তার অন্যান্য ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। একই লোকের কাছ থেকে হাবিবুর রহমান ও প্রতিপক্ষ সাদ্দাম হোসেন জমি কিনেছেন। দুজন আলাদা আলাদা দাগে জমি কিনলেও হাবিবুর রহমানের কেনা দাগে দখল নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
গতরাত ১১ টার দিকে হাবিবুরকে একা পেয়ে প্রতিপক্ষ সাদ্দাম হোসেনের নেতৃত্বে তার ভাই খাদিমুল ইসলাম,প্রতিবেশী পাপ্পু হোসেন, সাইদুলসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হওয়ার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের ২টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।  গাংনী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মারুফ হাসান বলেন, তার হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, এঘটনায় মামলা দিলে আইনে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় হাবিবুর রহমান মামলার প্রস্তুতি নিচ্ছেন।