
মহিষ বিক্রি করে ছেলের শখের মোটরসাইকেল কিনে দিয়েছেন দিন মজুর বাবা। ছোট মোটরাসাইকেল আর নয়, এবার তার চাহিদা দামি ব্র্যান্ড সুজকি ১৫০ সিসির ডাবল ডিস্কের মোটরসাইকেলের। পরিবারের অস্বচ্ছলতার কারণে, তার চাহিদা পুরুণ করতে পারেনি বাবা মা। অভিমানে জুলফিকার আলী ভুট্টো (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
জুলফিকার আলী ভূট্টো গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের স্কুলপাড়া এলাকার কেরু আলীর ছেলে।
আজ বুধবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে বিষপান করলে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসেন পারিবারের লোকজন।
জুলফিকারের মা রুপালী খাতুন বলেন, মহিষ বিক্রি করে ছেলেকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছি। অনেক কষ্টা করে আমার সংসার চলে। এখন আবার সে বড় মোটরসাইকেল নেওয়ার দাবী করছে। মোটরসাইকেলের দাবীতে ২/৩ দিন রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আজ সে বিষপান করেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আফরোজ জানান, জুলফিকারের অবস্থা বর্তমানে ভাল। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা রাখা হয়েছে।

								
				
