গাংনীতে পবিত্র ১২ই রবিউল আওয়াল উদযাপিত

পবিত্র ১২ই রবিউল আওয়াল (সীরাতুন্নবী (সাঃ)) উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে কেরাত,আযান, হামদ ও নাতে রসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

গাংনী ইলেক্ট্রনিক্স এন্ড ওয়ার্ক সপ ৩য়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমীন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ইলিয়াস হুসাইন, গাংনী এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক তাওহিদুল ইসলাম বাবুল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় গাংনী মাঠ পাড়া জামে মসজিদের ইমাম বিলাল হুসাইন, ধানখোল কসবা আদর্শ নূরানী কওমী মাদ্রসার শিক্ষক সাইদুর রহমান, পূর্ব মালসাদহ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, মিনাপাড়া মাদ্রাসার শিক্ষক আঃ ওয়ারিছ, ছাতিয়ান মাদ্রাসার হাফেজ ত্বয়িবুর রহমান, জালশুকা মাদ্রাসার শিক্ষক হাফেজ মুকাদ্দেস আলি, বাঁশবাড়িয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জাকারিয়া, আলিয়া দাখির মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিৎ ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিটি বিষয়ের উপর বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়।

-গাংনী প্রতিনিধি