গাংনীতে পানিতে ডুবে যাওয়া কিশোর মিলনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার প্রায় আড়াই ঘন্টা পর উদ্ধার হয় কিশোর মিলনের মরদেহ। এলাকাবাসী অনেক চেস্টার পরে ব্যার্থ হয়ে খবর দেয় গাংনীর ফায়ার সার্ভিস অফিসকে। ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌছানোর আগেই পানির নিচে তলিয়ে মিলন। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গতকাল বিকালে গাংনী উপজেলার করমদি গ্রামে পশ্চিম পাড়ায়।

জানাগেছে,করমদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিলন (১০) প্রতিবেশি মোজাম্মেলের পুকুরে মাছ ধরতে যেয়ে পানিতে পড়ে যায়। পথ চারিরা মিলনের পড়ে যাওয়া দেখে পুকুরে নেমে তাকে খোঁজার চেষ্টা করে ব্যার্থ হয়। অবশেষে গাংনীর বামুন্দি ফায়ার সার্ভিসকে খবরদিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টার পর প্রায় ১২/১৫ ফিট পানির নিচ থেকে মিলনের মরদেহ ওই দিন সন্ধা সাড়ে ৭ টার দিকে উদ্ধার করে।

সাব অফিসার ইছাহাক আলীর নের্তৃত্বে এসময় ফায়ার ম্যান আরিফ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। মিলনের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোক নেমে আসে। ফায়ার সার্ভিসের সাব অফিসার মহিউদ্দীন জানান, খবর দিতে অনেক দেরী করেছে এলাকাবাসী। তবে এঘটনার পর থেকে যেকোন দুর্ঘটনা ঘটলে দ্রত ফায়ার সার্ভিসকে সংবাদ পৌছানোর অনুরোধ জানান।