গাংনীতে পৌর মেয়রের স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

মেহেরপুরের গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলামের অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে কাউন্সিলররা।
গতকাল রবিবার দপুর ১২ টায় সময় গাংনী বাজার বাসষ্ট্যান্ডে পৌর কাউন্সিলর ও পৌরবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে কাউন্সিলর নবীর উদ্দীন বলেন, বদরুল আলম, আছেল উদ্দীন, বাবুল আক্তার বলেন, ৫’শ টাকার পৌর কর ৫ হাজার টাকা নির্ধারণ করেছে, নিয়োগ বানিজ্য, জমি দখল, রাজস্ব তহবিল লুটপাট, ভুয়া বিল ভাউচার দিয়ে জনগনের টাকা লুটপাট করছে।

এছাড়া গাংনী পশু হাটে ঘর নির্মাণের নামে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাত করেছে। তাছাড়াও হাটবোয়ালিয়া-মালসাদহ রোডে পানি নিষ্কাশনের ড্রেন করার নামে প্রায় ৩৫ লক্ষ টাকার বিল দেখিয়ে তা সে নিজের পকেটস্থ করার মাধ্যমে আত্মসাত করে। তার অনিয়মের প্রতিবাদ করতে গেলেই প্রাণ নাশের হুমকি দেয়।
মানববন্ধনে ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দিন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আকতার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবিরউদ্দিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইনামুল হক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম ছাড়াও স্থানীয় আরও অনেক ভুক্তোভোগি পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখেন।