গাংনীতে মহিলা ইয়াবা ব্যাবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দীতে ইয়াবাসহ নারগিছ সুলতানা নামের এক ইয়াবা ব্যাবাসয়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যসা। এসময় নারগিছ সুলতানার স্বামী মাদক ব্যাবসায়ী সেন্টু পালিয়ে যায়। নারগিছ সুলতানার দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে তার নীজ বাড়ি থেকে তাকে আটক করে।

পুলিশ সুত্রে যানা গেছে, বামুন্দি গ্রামের বৈরাগি পাড়ার সেন্টু ও তার স্ত্রী নারগিছ সুলতানা (৩০) দির্ঘদিন ধরে ইয়াবা বেচা কেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ইয়াবা বিক্রির অপরাধে নারগিছ সুলতানা আটক করেন। পালিয়ে যায় স্বামী সেন্টু মিয়া। নারগিছ সুলতানার দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হবে।

 

মেপ্র/আরজেএম