গাংনীতে লটারির মাধ্যমে ধান ক্রয়ে কৃষক নির্বাচন

মেহেরপুরের গাংনী উপজেলার প্রকৃত চাষিদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম চলে।

উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।

এসময় পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিন আহম্মেদ, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: খলিলুর রহমান, ওসি এল এসডি মতিয়ার রহমান, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান মো: সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলায় ১৬ হাজার ৮৮ মে.টন ধান ক্রয়ের লক্ষে মোট ৭ হাজার ২’শ ৮৫জন কৃষককে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৬’শ ৮৮জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।

-গাংনী প্রতিনিধি