গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে স্কুল ছাত্র নিহত

গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ইটবহনকারী ট্রলি উল্টে শাহাজাদ নামের এক স্কুল ছাত্র মারা গেছে।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাওট-মহাম্মদপুর সড়কে মটমুড়াতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজাদ গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মালথীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও চরগোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য শাজাহান বলেন, শহাজাদ নিজেই স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি (ইটবহনকারী ট্রলি) চালিয়ে ইট আনতে যাচ্ছিল। এসময় গাড়ির টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শাহাজাদ। পরে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।

শাহাজাদের বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমার ছেলে স্কুলে পড়ে। আজকেই প্রথম সে এক গাড়ি চালিয়ে ইট আনতে মহাম্মদপুর ইটভাটাতে যাচ্ছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।