গাংনীর এমপি ও তাঁর পরিবারের সদস্যরা করোনামুক্ত !

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনসহ পরিবারের সকলে করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে । আগের দিন রাতে করোনা আক্রান্ত অবস্থায় ২১ আগস্ট উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। এরপরদিন বিভিন্ন গণমাধ্যমের অনলাইনে সংবাদ প্রকাশ হয়। পরে বিকালে বিকেল সাড়ে ৫ টার দিকে এমপিসহ তাঁর পরিবারের সদস্যদেও করোনা নেগেঠিভ রিপোর্ট আসে। যা নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা উঠে আসে।

গত ১৩ আগস্ট বৃহস্পতিবার এমপি সাহিদুজ্জামান খোকনসহ তাঁর পরিবারের মোট ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন- এমপি সাহিদুজ্জামান খোকন (৫২), সহধর্মিনী লায়লা আঞ্জুমান বানু (৪২), ছেলে সাদিউজ্জামান সাইফ (২০), ছোট ছেলে সামিউজ্জামান সামি (১৮), ফটোগ্রাফার শামীম পারভেজ (২৬), ড্রাইভার রাশেদুল ইসলাম (২৫) ও মেড সার্ভেন্ট জাহিদুল ইসলাম (১৫)।

শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম এমপিসহ তাঁর পরিবারের সকলেই করোনা নেগেটিভ হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, গত ১৩ আগস্ট এমপিসহ তাঁর পরিবারের মোট ৭ জন সদস্য করোনা পজিটিভ হয়। উপজেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন পরিবারটিকে লকডাউনের আওতায় রেখে নিয়মিত স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এমপিসহ তাঁর পরিবারের সকল সদস্য স্বাস্থ্যবিধি মেনে চলায় পরিবারের সকলে করোনা মুক্ত হয়েছেন।

বর্তমানে এমপি সহ পরিবারের সকলে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন বলে জানান মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন।