গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্কুল থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু, আলম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, করমদি গ্রাম উন্নয়ন (ভিডিটি) দলের সহ সভাপতি এনামুল হক।

করমদি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গ্রাম উন্নয়ন দলের সমন্বয় এই অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের ব্যবস্থাপনাা কমিটির সদস্য ও গ্রাম উন্নয়ন দলের সদস্যবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, করমদি গ্রামের নারী নেত্রী মোছাঃ চাম্পা খাতুন ও, ইয়ুথ সদস্যবৃন্দ। বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মোবাইল ফোন সন্তানকে না দেওয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী মো: হেলাল উদ্দিন।