গাংনীর বাঁশবাড়িয়া-শিশিরপাড়া সড়কে বৃক্ষ রোপণ

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-শিশিরপাড়া সড়কে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে পৌর কৃষক লীগ।

শুক্রবার বিকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প । একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে বাসযোগ্য করে তোলার জন্য কৃষকলীগের নেতা কর্মীরা বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে।

তিনি আরো বলেন, মুজিববর্ষের আহবান তিনটি করে গাছ লাগান এ শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুর জেলা কৃষকলীগের উদ্যোগে রাস্তার পার্শে, কবরস্থান ও পতিত জমিতে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করছে।

পৌর কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর বদরুল আলম বুদুর সভাপতিত্বে অন্যান্য’র মধ্যে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেন গাংনী শহর আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর নবীর উদ্দীন,বামুন্দী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান কমল, ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর ফিরোজা খাতুন,কাউন্সিলর মিজানুর রহমান মদন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সাত্তার,সাবেক ছাত্রনেতা জামিরুল ইসলাম টিক্কা,কৃষকলীগনেতা সভাপতি মুনশাদ আলী, হাসেম আলী, আব্দুস সালাম। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।