গাংনীর বামন্দীতে তুলা চাষী প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতের অর্থায়নে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে সাধারণ তুলাচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে তুলা উন্নয়ন বোর্ডের বামন্দী ইউনিট অফিসের হল রুমে চাষীদের মাঝে তুলা চাষের আধুনিক কলা কৌশল সর্ম্পকে বিশদ আলোচনা করেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ।

এছাড়াও বীজ বপন থেকে শুরু করে তুলা সংগ্রহ পর্যন্ত কিভাবে তুলা ক্ষেতের পরিচর্যা করতে হবে সে বিষয়ে চাষিদের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি চাষীদের আরো বলেন দেশে মাত্র তিনভাগ তুলার উৎপাদন হয়।

বাকি ৯৭ ভাগ তুলা বিদেশ থেকে আমদানী করতে হয় যার ফলে বিপুল পরিমান অর্থ ব্যায় করতে হয়। আমরা যদি দেশের চাষীদের মাঝে তুলা চাষ বাড়াতে পারি তাহলে আমদানী কমানো সম্ভব এবং তুলা চাষ করে কৃষকরা লাভবান হবে।

প্রশিক্ষণে বামন্দী ইউনিট অফিসের আওতায় ৩০ জন চাষি অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ডের বামন্দী ইউনিট অফিসার নাসিম উদ্দিন।

নিজস্ব প্রতিনিধি