গাংনীর ভাটপাড়া ইকো-পার্কে দোকান ভেঙ্গে চুরি

মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া জেলা প্রশাসক (ডিসি) ইকোপার্কের শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকান ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিনগত মধ্যরাতে চুরির ঘটনা ঘটে। শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে দোকানে তালা লাগিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন তালা ভেঙ্গে মালামাল চুরি হয়ে গেছে।

দোকানের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা ও ৯ হাজার টাকার সিগারেট ও অন্যান্য মালামাল চরি হয়ে হয়েছে। শফিুলের দোকানে চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়রীদের অভিযোগ এতোবড় একটি সরকারি প্রতিষ্ঠানে নৈশ্য প্রহরী না থাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটতেই আছে। জরুরীভাবে নৈশ্য প্রহরী নিয়োগ দেবার দাবীও জানান ব্যবসায়ীরা।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পার্ক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মৌসুমী খানম জানান, চুরির বিষয়টি আমি শুনেছি এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে থানায় জিডি করতে বলা হয়েছে।