গ্রামীণ শিশুদের শৈশব-কৈশর

মানুষ তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় সম্ববত ছোট বেলাতেই পার করে থাকে। শৈশব-কৈশোরই সময় পর্যন্ত পার করাই প্রতিটি মানুষের শ্রেষ্ঠ
মানুষ তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় সম্ববত ছোট বেলাতেই পার করে থাকে। শৈশব-কৈশোরই সময় পর্যন্ত পার করাই প্রতিটি মানুষের শ্রেষ্ঠ সময়। শহরের শিশুরা যখন নামী দামী কোম্পানীর আইসক্রিম খেতে পছন্দ করে। ঠিক সেই সময় শৈশব-কৈশরে গ্রামের শিশুরা পেয়ে থাকে বরফ আর ললিপপ। বিক্রেতারা তাদের ভ্যানগাড়িতে করেই শিশু ভোক্তাদের কাছে পৌছে দিচ্ছেন এই বরফ। মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের শিশু সাদিয়া ও রুপম বরফ খেয়েই তাদের তৃষ্ণা মেটাচ্ছে।
ছবি জুলফিকার আলী কানন