গ্রাম এলাকায় বিষাক্ত সাপ ধরে জীবিকা নির্বাহ করেন ঢাকা সাভারের সজিব

গ্রামের মাঠের ভিতরে, বাগানের ভিতর, জঙ্গলের ভিতরে বিষাক্ত সাপ ধরে জীবিকা নির্বাহ করছে ঢাকা সাভারের সজীব (২৫)।

তিনি বলেন, আমি দীর্ঘ ০৭ বছর ধরে এই সাপুড়ের পেশায় নিয়োজিত আছি। আমার পিতা আমার দাদা ও আমার পূর্বপুরুষেরা এই পেশায় নিয়োজিত ছিল। তারা গ্রামে গঞ্জে ঝোপঝাড়ে মাঠের ভিতরে বিষাক্ত সাপ ধরে জীবিকা নির্বাহ করতো।

আমি ওই পরিবারের সন্তান তাই আমিও আমার বাপ-দাদাদের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। এবং আমিও এই পেশায় জীবিকা নির্বাহ করি। আমার এই কাজটা খুব ভালো লাগে। সে বিন বাজিয়ে সুরে সুরে বিষাক্ত সাপ ডাকছিল। মাঝে মাঝে স্লোগান দিচ্ছিল কবরস্থান, মাজার ও এলাকার কাল সাপ বাদে যে যেখানে বিষাক্ত সাপ আছিস বেরিয়ে আয়”।

সে আরো বলছিলো, সাপুড়েরা তিনটা স্থানে সাপ কখনো ধরে না কবরস্থানের সাপ, মাজারের সাপ ও এলাকার পাহারাদার কাল সাপ। সে বলে এসব বিষাক্ত সাপ ধরার ফলে গ্রামবাসীদের সাপে কামড়ানোর ঝুঁকিটা কমে যায়। চুয়াডাঙ্গার কুলপালা থেকে কিছু বিষাক্ত সাপ ধরে নিয়ে যায়।

-চিৎলা প্রতিনিধি