গ্রাম দারিদ্রমুক্ত করণ প্রকল্পের আওতায় পশু পালন বিষয়ক প্রশিক্ষণ

মুজিবনগরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বি এন এফ) এর অর্থায়নে এবং পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি এর বাস্তবায়নে, গ্রাম দারিদ্রমুক্ত করণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী পশু পালন(গরু, ছাগল, ভেড়া, ভার্মিকম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে মুজিবনগর উপজেলার মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ সময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপপরিচালক কামরুল আলম, মুজিবনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রাণি সম্পদ কর্মকর্তা রাশমনি খানম, কৃষি কর্মকর্তা এম এ জি মোস্তোফা রাব্বি। পলাশি পাড়া সমাজ কল্যাণ সমিতির সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রফিকুল আলম উপস্থিত ছিলেন।
২ দিন ব্যাপী উক্ত কর্মশালায় মোট ৫০ জন উপকারভোগী অংশ নেন।‌