গড়াই নদীর বালু মাটি কাটার অভিযোগে ৫ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর বালু মাটি কাটার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে উপজেলার খানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের এ দন্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খানপুর গ্রামের জয়নাল আলী (৬৫), মোড়াগাছা গ্রামের মো. মজিবুর রহমান (৬০), উজ্জ্বল বিশ্বাস (৩২), পাংশা থানার সুবর্ণা খালা গ্রামের মো. হাসান আলী (৩০) ও কুমারখালী উপজেলার গ্রামের মো. রবিউল ইসলাম (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
তিনি জানান, খোকসা উপজেলার হেলিপ্যাড-এর খানপুর নামক স্থানে গড়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর (খ) আইনের ১৫ (১) ধারায় অপরাধী হওয়ায় মো. জয়নাল আলীকে ১৫ দিনের এবং মো. মজিবুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, হাসান আলী ও মো. রবিউল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে অভিযুক্ত আসামিদের কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হয়।

এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।