চাঁদের পুকুর - সাহেব মাহমুদ

চাঁদের পুকুর – সাহেব মাহমুদ

মেঘের ঠোঁটে এসেছিলে
বৃষ্টি হয়ে ঝরে,
অভিমানী সবুজ বুকে
আলোর কুচি ধরে।

গোলাপ দেখার নেই অবসর
দেখতাম তোমায় চেয়ে,
সুখের পিঠে জীবন ছুটতো
মেঘবালিকা পেয়ে।

দূরের আকাশ দেখছি আমি
দেখছি সবুজপাতা,
তোমার চিঠি প্রণয় কাব্য
জটিল অঙ্কখাতা।

আমার শহর শূন্য করে
এখন অনেক দূরে,
গোপন পাপড়ি শুকিয়ে যায়
সব ঝরে যায় পুড়ে।

চোখের জলে পথের বিলাপ
কাঁপছে রঙের ফাগুন,
প্রেম দিয়ে যায় চাঁদের পুকুর
তুমি দিলে আগুন।