চালু হলো দর্শনা-গেদে আন্তজার্তিক চেকপোস্ট

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হলো দর্শনা আন্তজার্তিক গেঁদে চেকপোষ্ট।

মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার সাক্ষরিত বাই রোড গেঁদে ভিসার অনুমোদন দিয়েছে রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা ভারতীয় হাইকমিশনার। এ রুট দিয়ে ভিসা অনুমোদনের অনুমতি পান আরবী তাহমিদ খন্দকার নামের এক মেডিকেল যাত্রী।

দর্শনা চেকপোষ্টের ইনচার্জ এসআই আবু নাইম শেখ জানান, আমরা শুধু মাত্র জানতে পেরেছি এ বন্দর দিয়ে শুধুমাত্র জরুরী মেডিকেল ভিসার যাত্রীদের যাতায়াতের জন্য ভিসা চালু করেছে। তবে অন্য যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কোন ম্যাসেজ আমাদের জানানেই। তবে পুরোপুরি চালু হলে কষ্ট লাগব হবে। হাজার হাজার মানুষের দু’দেশের বন্ধন আরো সুদৃঢ় হবে।

মহামারী করোনা সংক্রমণ দেখা দেয়ায় ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের মাধ্যমে ভারতীয় মালামাল আমদানি এবং স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ট্যুরিস্টসহ সকল ভিসার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত পুরোপুরি স্থগিত করে দেয়। সেই থেকে দর্শনা আন্তজার্তিক চেকপোষ্ট বন্ধ হয়ে যায়।

এই আন্তজার্তিক চেকপোষ্ট বন্ধ হওয়ার কারনে প্রায় ভোগান্তিতে পড়ে ১৫/২০ জেলার মানুষ।সব শেষে গত বছরের ২৯ মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের মাধ্যমে চলাচল শুরু করলেও অদ্যবদি দর্শনা-গেদে স্থলপথে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হয়নি। তবে পুরোপুরি চেকপোষ্টটি চালু হলে লাভবান হবে সরকার।