চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা  শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭  শুভ উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার  সকাল সাড়ে দশ ঘটিকার সময় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা ক্রীড়া অফিস এর  আয়োজনে ও চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন এর সভাপতিত্বে   উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ক্রিয়া শক্তি ক্রিয়া   বল মাদক ছেড়ে খেলতে চল। শরীর এবং দেহকে সুস্থ রাখতে হলে অবশ্যই খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মন ও শরীর সুগঠিত হবে এবং সুনিয়ন্ত্রিত থাকে। পড়ালেখার পাশাপাশি অবশ্যই আমাদের সন্তানদেরকে খেলার সুযোগ করে দিতে হবে।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন লাড্ডু, মধু হোসেন, মিলন বিশ্বাস সহ বিভিন্ন ক্রীড়াঙ্গনে নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে দামুড়হুদা উপজেলার ১-০গোলের ব্যবধানে পরাজিত করে আলমডাঙ্গা উপজেলা।