চুয়াডাঙ্গার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কে গণডাকাতির ঘটনায় গ্রেফতার ৮

চুয়াডাঙ্গার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কে গণডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করেছে। দুপুরে ঘটনাস্থলের পাশের পাটক্ষেত থেকে গাছ কাটার একটি করাত উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার সড়াবাড়ীয়া-গহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থকে ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী সড়ক আটকে তাণ্ডব চালায় ডাকাত সদস্যরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন আটকে প্রায় ৩০ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ভাবে ৮ জনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির।

গ্রেফতারকৃতরা হলো, (১) বদর উদ্দিন পিতাঃ সামছদ্দিন, সাং গহেরপুর, (২) আব্দুস সাত্তার, পিতাঃঅজ্ঞাত, সাং বিত্তিরদাড়ি, (৩) বিল্লাহ হোসেন পিতাঃ আমির হোসেন সাং-বাটিকাডাঙ্গা, (৪) রফিকুল ইসলাম, পিতাঃ অজ্ঞাত, সাং-গবরগাড়া,(৫) নাজমুল হোসেন পিতাঃ অজ্ঞাত, সাং-সড়াবাড়ীয়া, সহ অজ্ঞাতনামা আরও তিনজন।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে রাস্তায় বাবলা গাছ কেটে ব্যারিকেড দিয়ে রাস্তার দুই প্রান্তে ডাকাত দলের ১৫-২০ সদস্য অবস্থান নেয়। সদস্যরা দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল নিয়ে পথচারী ও বিভিন্ন যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে। এসময় নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে ভুক্তভোগীদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নির্বীঘ্নে পালিয়ে যায় ডাকাত সদস্যারা।

ভুক্তভোগীদের অভিযোগ, আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়ার কাছ থেকে নগদ ৯ লাখ টাকা লুট করা হয়েছে। এছাড়া ঝিনাইদহের পৌর এলাকার একদল তরুণ প্রাইভেট কারে ঘুরতে এসে ডাকাতির কবলে পড়ে। তারা আন্দুলবাড়ী থেকে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলো। এসময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাসহ দু’টি স্বর্ণের চেইন, দু’টি লকেট, একটি ব্রেসলেট ও পাচঁটি আংটি লুট করে নিয়ে যায় ডাকাতরা। রাস্তায় পথচারি, মটরসাইকেল আরোহী, পাখিভ্যান, ইজিবাইক, শিয়ালমারী হাট ফেরত গরু ব্যাপারিদের কাছ থেকে নগদ অর্থ ও প্রাইভেট কারের যাত্রীদের কাছ থেকে প্রায় মোট ৩০ লাখ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও দর্শনা থানার ওসি লুৎফুল কবির। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ডাকাত সদস্যদের ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিক ইউনিট মাঠে নেমেছে। দ্রুতই তাদরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ গণডাকাতির ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির দৈনিক মেহেরপুর প্রতিদিনকে জানান এ ঘটনায় দিনভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জন কে গ্রেফতার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।