চুয়াডাঙ্গার ভালাইপুরের শাজান সজীবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গার ভালাইপুর গ্রামের শাজান সজীব শতাধিক লোকের নামে মামলায় দিয়ে জমি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এমনকি গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের নামেও তিনি মামলা করেছেন বলে অভিযোগকারীরা জানান।
কুলপালা গ্রামের রফিকুল ইসলাম লিখিত অভিযোগে জানান, ভালাইপুর গ্রামের শাহ মো. শাজান বিভিন্ন সময়ে অন্যের জমি নিজের দাবি করে মামলা করে আসছেন।

এ বিষয়ে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের নামে মামলা করেন শাজান সজীব। মামলা তুলে নিতে কমিটির কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ তোলা-হয়।

এছাড়াও তিনি এলাকার শতাধিক মানুষের নামে মামলা দিয়ে তাদের নিকট থেকে ১০ থেকে ২০ লাখ টাকা দাবি করে আসছেন। গত ২৩ নভেম্বর শাজান সজীব কুলপালা গ্রামের মৃত শাহ কেরামত আলীর জমির বাউন্ডারি পাঁচিলের কিছু অংশ ভাঙচুর করে ও জমিতে নির্মাণাধীন বিল্ডিংয়ের রড কেটে নিয়ে যান এবং জমিতে থাকা বিভিন্ন গাছপালা কেটে দেন।

এমন সময় স্থানীয় লোকজন জমির মালিক মৃত শাহ্ কেরামত আলীর ছেলেদেরকে খবর দেয়। জমির মালিকগণ শাজান সজীব ও তার লোকজনের নামে জিডি করে।

-চিৎলা প্রতিনিধি