চুয়াডাঙ্গায় করোনা জীবাণুনাশক টানেল স্থাপন

জনসাধারণকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে করোনা জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শহরের শহীদ হাসান চত্বরে টানেলটি স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে টানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ আসিফ ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরে সাধারণ জনতা নিজেদের শরীর জীবাণুমুক্ত করতে টানেলের মধ্যে দিয়ে চলাচল শুরু করে।

লে. কর্নেল মোহাম্মদ আসিফ বলেন, চুয়াডাঙ্গা শহরে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে শহরে চলাচলকারীরা কিছুটা হলেও নিজেদের জীবাণুমুক্ত রাখতে পারবে।