চুয়াডাঙ্গায় ঢাকা ম্যারাথন-২০২১ এর প্রস্তুতিমূলক আলোচনা সভা

চুয়াডাঙ্গা জেলায় মুজিব বর্ষ ঢাকা ম্যারাথন-২০২১ সফলভাবে আয়োজনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সফলভাবে ম্যারাথন আয়োজনে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যারাথনের প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান।

চুয়াডাঙ্গা জেলায় ৬০০০ প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৮০০, আলমডাঙ্গায় ১৮০০, জীবননগরে ১৪০০ ও দামুড়হুদায় ১৪০০ জন অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ২২ অথবা ২৩ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হবে।