চুয়াডাঙ্গায় নয় সবজি বিক্রেতাকে জরিমানা

বেশি দামে সবজি বিক্রি এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় চুয়াডাঙ্গায় দুটি সবজি আড়ৎ এবং সাত সবজি বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ এ আদালত পরিচালনা করেন। এই অভিযানে চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে।

জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম জানান, অভিযানে চুয়াডাঙ্গা বড় বাজারের কণা বাণিজ্যালয় ও মোয়াজ্জেম বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও বেশ কিছু খুচরা ব্যবসায়ী যুক্তিহীনভাবে বেগুন ও আদার দাম বেশি রাখায় তাদের সাত জনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।