চুয়াডাঙ্গায় বিরল প্রজাতির মাছ

চুয়াডাঙ্গায় বিরল প্রজাতির একটি মাছ পাওয়া গেছে। সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের একটি পুকুর থেকে মাছটি পাওয়া যায়। শনিবার জেলেদের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।
ছোটশলুয়া গ্রামের জেলে মকবুল হোসেন জানান, মাছ ধরার জন্য তারা পুকুরে জাল ফেলার পর অন্য মাছের সাথে বিরল প্রজাতির একটি মাছ জালে দেখতে পাওয়া যায়। মাছটি এর আগে কখনো দেখেননি তারা। মাছটির গায়ের রং কালো, ডোরাকাটা। পরে মাছটিকে নিয়ে গ্রামের একটি দোকানে পানির ভিতরে রাখলে স্থানীয় অনেকে মাছটি দেখতে ভিড় করে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মাহবুবুর রহমান তালুকদার জানান, তিনি এখনো ঘটনা শোনেননি। মাছটি দেখলে তিনি ওই মাছের ব্যাপারে জানাতে পারতেন।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি