চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবসে পতাকা উত্তোলন ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবসে জাতীয়, কালো ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে আটকবর ৮ শহীদের স্মৃতিসৌধে জাতীয়, কালো ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক(সার্বিক) মনিরা পারভীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার নূরুল ইসলাম,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য দর্শনার জন্য আমরা সংগঠক মো: আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ আগস্ট এই দিনে পাকবাহিনীর সাথে স্বাধীনতাযুদ্ধ চলাকালে দামুড়হুদার নাটুদহে জেলার ৮ জন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। সে দিনটিও ছিলে বৃহস্পতিবার।