চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাড়ে দশটার সময় পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প,ফাঁড়ীতে সিলিং ফ্যানসহ দৈনন্দিন ব্যবহার্য্য জিনিষ পত্রাদি প্রদান করা হয়।চুয়াডাঙ্গা জেলার সকল পুলিশ সদস্যদের অংশগ্রহণে পরিচালিত পুলিশ কোপারেটিভ সোসাইটির লভ্যাংশের টাকা সমপরিমানে বন্টন করে পুলিশ সুপার মহোদয় সকল ইউনিট ইনচার্জের হাতে তুলে দেন। এসময় পুলিশ সুপার পুলিশ শপিং মলের কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

পুলিশ ডিপার্টমেন্টাল স্টোরের ইনচার্জ টিআই মোঃ মশিউর রহমান এর বদলী জনিত বিদায় সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ২০১৯-২০২০ সালে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কনস্টেবল নুরুল ইসলাম এর হাতে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। মাসিক কল্যাণসভা শেষে সাড়ে বারেটার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডের পাশে ড্রিলসেড সংলগ্নে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কোর্ট এর স্থান নির্বাচন, পরিকল্পনা প্রণয়ন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, শিক্ষানবিস সহকারি পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেন, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের অফিসার ফোর্সবৃন্দ।