ছাগল চুরির সময় চিনে ফেলায় সবেদাকে হত্যা করা হয়- পুলিশ সুপার

ছাগল চুরি করার সময় চোরদের চিনে ফেলায় সবেদা খাতুনকে হত্যা করে চোরচক্র। মাটিতে ফেলে সবেদার পরনের কাপড় দিয়ে তার গলায় ফাস লাগিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটানো হয়।

প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী। হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রাশেদ ও হাজিবুল।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মেহেরপুর জেলার মুজিবনরগ উপজেলার বাগোয়ান গ্রামে ছাগল চরাতে গিয়ে সবেদা খাতুন নামের এক বৃদ্ধা খুন হয়। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুল ইসলাম বাদি হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর মেহেরপুর ডিবি পুলিশ ও মুজিবনগর থানা পুলিশ রাশেদ, হাজিবুল ও নেকবার নামের তিন জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে রাশেদ ও হাজিবুল ও আরও একজন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তদন্ত স্বার্থে অপর আসামীর নাম প্রকাশ করা হয়নি।

-নিজস্ব প্রতিনিধি